১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Thursday, February 13, 2014

মাসুদুর রহমান এর কবিতা

বৃষ্টিকন্যার জন্য কবিতা
 মাসুদুর রহমান

.
হেসে খেলে দিন যাচ্ছে ভালই তবু তোমাকে চাই
তোমায় ভেবে সন্ধ্যা দুপুর রাতের ঘুম হারাই
হেসে খেলে দিন যাচ্ছে ভালই আকাশ মেঘে ঢাকা 
গুড় গুড় গুড় বৃষ্টি তবু হৃদয় থাকে ফাঁকা

.
মেঘ নেই তবু মেঘলা তোমার দারুন মুখ
জল নেই তবু জলাধার তোমার নিটোল চোখ

.
উড়নচন্ডী কোন প্রজাপতি
যদি তোকে বলে
আয় উড়ে বেড়াই দুজন
তুই কি করবি তখন  

.
তুই দুধসাদা বক
আমি দিঘীর কালো জল
ছুঁয়ে জংলা কাশের বন
তুই উড়িস অনর্গল

.
মেঘের দেশে ভেসে বেড়াও মেয়ে
বৃষ্টি হয়ে ঝরছি দেখো তোমার পথ চেয়ে

.
খুব সহজেই চলে যাও আবার আসো ফিরে
খুব সহজেই হৃদয় জুড়া ক্ষণেই ঠেলো দূরে

.
ভালবাসার দিন বৃষ্টি হচ্ছিল চুম্বনে
কষ্টতেও বৃষ্টি ছিল ক্রন্দনে 
আজ আবার বৃষ্টি হচ্ছে

.
জানালা জুড়ে আকাশ যদিও কালো
তুমি আছো তাই মন ভালো

.
তুমি শুধু হাত ছানি দাও
আমি শুধু উড়ে উড়ে
পুড়ে পুড়ে ছাই হয়ে যাই

.
এই যাও এই আসো বুঝিনা ভালবাসো
নাকি হাসো হাসি উপেক্ষার

.
তুই দূরে যাস, অপার আকাশ
মৌমাছি তোর বোন
তোর জন্যে মেঘ, কষ্ট দুপুর
মোচড়ে ওঠে মন

.
রোদ ঝলমলে দিন, এমন মাতাল হাওয়া
তার চেয়ে ভীষণ ছিল তোমায় ফিরে পাওয়া

.
ভালো থেকো,
ভালো থাকার সবগুলো উপকরণ সাথে রেখো, ভালো থেকো
আমার তো বেশ কাটছে সময় তোমায় ভেবে 
সৃতিগুলো নেড়েচেড়ে, ইজিচেয়ার  একলা ছাদে  বারান্দাতে
নিজের প্রতি যত্ন নিও, সময়ে আর অসময়ে একটু ভেবো
দুরে কোথাও একটা মানুষ তোমার প্রহর গুনে গুনে পরিশ্রান্ত
ভালো থেকো

.
কিছু রোদ ও রোদ্দুর
ছিল খুব প্রয়োজন
অথচ তুমি দূরে ছিলে

.
ইচ্ছে হলেই ছুঁয়ে আসি তোমার ভেতর
তোমায় ছুঁতে পারিনা

.
ভালবেসে আমি তোমাকে বৃষ্টিভেজা কাঠগোলাপ দিলাম
তুমি নাহয় কাঠফাটা রোদ্দুর দিও

No comments:

Post a Comment