১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Monday, April 14, 2014

বিষ...প্রেম...নিয়ে কবিতা

বিষ...

বুক থেকে স্বর্গ গড়িয়ে পরে অবহেলায় ,
আমি হেমলকের পাত্র হাতে দাঁড়িয়ে ,
খোলাচুলে , নিবিড় প্রহরী ও সবুজ চেতনার স্তর পেরিয়ে ,
দু –চোখে আগুন , বুকে অন্ধকারের নিবেদন ,
খেই হারা পাগলিনীর মতন –
রঙে চোখ জুড়িয়ে আসে তুলির ছোঁয়ায় ,
অন্ধকারের স্পর্শে চোখ ভিজে যায় ,
তোমার ঠোঁটে নরক ধরেছ , তাই কি ভালোবাসা গোঙায় ...
মৃত্যুর কুণ্ঠা বিহীন শিয়রে , নিষ্ঠুর মুখ আঁকা পটীয়সী বিকেলে ?

প্রেম...

বিষ...
আগুনে বারুদ ও বুকে বৃষ্টির ছাট ,
আজ পাষাণী অহল্যার গায়ে ছেলেমানুষি গন্ধ ,
নানা অছিলায় কতদিন দেখি নি তোমায়...
পাহাড়ের কাছে নীল সুখ খামে ভরে রেখে এসেছি ...
ঘোরতর অসুখে বন্দী ভালোবাসা ,
আজ মুক পাখির ডানায় উড়ে যাক এক অনুরাগী আকাশ ,
দুঃখের সাথে সুখের ছলনায় ...
 
জয়া চক্রবর্তী 

No comments:

Post a Comment