১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Sunday, June 15, 2014

মুহাম্মদ ইউসুফ এর ছড়া

একজোড়া চোখ কিছু দেখে না


একজোড়া চোখ কিছু দেখে না
একজোড়া চোখে ফুল ফোটে না
একজোড়া চোখে সুর ভাসে না
জীবনের বেহালাটা বাজে না ।

দুই জোড়া চোখ তুলে তাকালেই
সব ফুল হেসে ওঠে বাগানে
সাত সুরে গান গায় পাখিরা
এই মন, মধুমন যা জানে ।

আদম, ঈভ

ছেলেটি টিজিং করিত
মেয়েটি টিজিং সহিত ...

ছেলেটি পিছনে ঘুরিত
মেয়েটি এ-খেলায় মোহিত ...

বছর হইল শেষ ।
উধাও বালকের ক্যাশ ...

আদম করলে টিজিং
ঈভের কলা কি ?!
ঈভের যাদু রূপমাধুরী
আগুন জ্বালে ঘি !!

প্রেমের ফাঁদে আর ডেকো না প্লীজ
একটু বসে ভাবতে দিও, বুঝতে দিও মিস !!



নারী ও নারিকেল


নারী ও নারিকেল উভয়ই কঠিন
ঘামের পান্না দিয়ে ঠিক চিনে নিন ।

শ্রমের চুন্নি দিয়ে যতটুকু প্রেম
মোহময় জীবনের বিলিয়ার্ড গেম ।

শীতার্ত ভোরে খুঁজি বসন্তভোর
বিনিময়-তত্ত্বের রঙিন চাদর ।

টক শো


রিমোট নিয়ে বাটন টিপি
মধ্যরাতে চ্যানেল দেখি
টক শো হবে টক শো !

তীক্ষ্ণ কথার সত্যভাষণ
আমজনতার মনের কথা ;
কথার স্রোতের টক শো !!

বিনোদনের জলে ভাসি
কথার স্রোতে ভেসে যাই
আত্মসুখে মন লুকাই !!

আমার কোনো দায় নেই
স্বপ্ন-পূজার মোহভঙ্গে সায় নেই !!

সাইলেন্ট মেজরিটিকোনো কথা বলে না
টক শো দেখে তার হুঁশ-ডোর খোলে না !!

যেমন প্রজা, তেমন রাজা
এই কথাটি জানি
আমরা ভালো না হলে রোজ
টানতে হবে পচা রাজার গ্লানি !!!

লেখক.. ... মুহাম্মদ ইউসুফ


No comments:

Post a Comment