১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Sunday, June 15, 2014

অনাদ্য দুঃখ নদী


অনাদ্য দুঃখ নদী
____মিশকাত উজ্জ্বল____

আমার আকাশে পূর্ণিমার মত জোছনাময়ী চাঁদ নেই,
তারা নেই_
জীবনানন্দ দাসের 'সোনালি ডানার চিল'
কুহুকুহু বসন্তের কোকিল
বিরক্তিকর কা কা করার মত দু'একটি কুশ্রী কাক
প্রত্যাখ্যাত প্রেমের পুঞ্জীভূত দহনে অন্তর পুড়ে খাক

আধারাকীর্ণ একাকীত্ব আমায় কুরে কুরে খায়
জীবনের বাঁকে বাঁকে কেবলই না-পাওয়ার দুঃসহ বেদনার স্মৃতি নীরবে কাঁদায়
অন্তরজুড়ে সাহারা মরুভূমির মত সীমাহীন হাহাকার
দুঃখ কুড়াতে কুড়াতে অপস্রিয়মাণ সুখের ভাণ্ডার
কষ্ট সয়ে সয়ে পর্বতবৎ মন
বঞ্চনার তুষারপাতে আচ্ছাদিত ঈশ্বরপ্রদত্ত দেহধন!

হিমালয়ের বরফের মত দুঃখ গলে গলে পড়ছে তাই
আমার হৃদপিণ্ড থেকে নিরবধি...
আমি যেন অনাদ্য দুঃখ নদী

No comments:

Post a Comment