১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

১ম বর্ষ,৫ম সংখ্যা,১৫ ই জুন ,২০১৪। ১লা আষাঢ়,১৪২১

Sunday, June 15, 2014

গল্প শুনে

গল্প শুনে
-----
ইয়াসিন আরাফাত

গাছের পাতা তখন ভীষণ দুলছিল
গোটাদশেক সেই গাছেতে ফুল ছিল
ফুলের সাথে প্রজাপতি খেলছিল
দস্যি বাতাস শুকনো পাতা ফেলছিল
গাছের নিচে কুনোব্যাঙের ঘর ছিল
গাছের পাতা সেই ঘরেতে পড়ছিল
তাই না দেখে সে ব্যাঙ ভীষণ ঘামছিল;
বলল সে তার দাদার অমুক নাম ছিল।
শুকনো পাতা ব্যাঙের কথায় কাঁদছিল,
টুনি তখন কাছেই সেথা রাঁধছিল
টোনার আবার বাইরে অনেক কাজ ছিল
একটা ইঁদুর দাঁতগুলো তার মাজছিল
কান্না শুনে সবাই সেদিক যাচ্ছিল
গল্প শুনে খোকারও ঘুম পাচ্ছিল।

No comments:

Post a Comment